Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সাড়ে ২০ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বিজিবি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ৮:৫০ পিএম

সিলেটে প্রায় সাড়ে ২০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর সিলেটের আখালিয়ায় এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সরাইল রিজিয়নের অন্তর্ভুক্ত সেক্টরের আওতাধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এবং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক মোট ২০ কোটি ৪৭ লক্ষ ৬৬ হাজার টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে।

বিজিবি জানায়, সিলেট সেক্টরের আওতাধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এবং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক গত ১ মার্চ ২০২১ হতে ৪ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদক দ্রব্যগুলো উদ্ধার করে বিজিবি। মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা ৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় মদ, ৯ হাজার ৫৬৭ বোতল ফেন্সিডিল, ৫ হাজার ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯৭ লিটার বাংলা মদ (লুজ), ২৪৭ কেজি ভারতীয় তামাক পাতা, ১৪ হাজার ৬৮২ কেজি গাঁজা, ২ হাজার ২৩৭ ক্যান বিয়ার, ৪ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৮৫০ পিস বিড়ি, ১১ লাখ ৩০ হাজার ২০০ পিস সিগারেট জব্দ করে। জব্দকৃত এসকল মাদকদ্রব্য আজ বৃহস্পতিবার ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম উদ্বোধন করেন বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন। সেক্টর কমান্ডার জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ হাসান আরাফাত, পিএসসি স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, একটি স্বার্থান্বেষী ও সমাজ বিরোধী মহল অবৈধভাবে মাদক চোরাচালানের ব্যবসায় জড়িত। মাদকের কু-প্রভাবের ফলে দেশের আর্থ সামাজিক পরিস্থিতির অবনতি ও মূল্যবোধের অবক্ষয়সহ সামগ্রিকভাবে মানুষের জীবনে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে থাকে। এ অবস্থা হতে উত্তরণের নিমিত্তে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব । এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মী এবং মসজিদের ঈমামগণ বিশেষ ভুমিকা রাখতে পারেন বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেক্টর কমান্ডার জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম,পিএসসি বলেন, দেশের বাজারে মাদকের ব্যাপকতা হ্রাস করতে প্রয়োজন ব্যাপক ভিত্তিক সামাজিক আন্দোলন ও সার্বজনীন সচেতনতা। এ লক্ষে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, অন্যথায় মাদক চোরাচালান সম্পূর্ণভাবে প্রতিহত করা বিজিবিসহ সরকারের অন্য সকল দপ্তর,সংস্থা,বাহিনীর জন্য অত্যন্ত দুরূহ একটি ব্যাপার হয়েই থাকবে। সীমান্তে মাদক সহ অবধৈ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা বিজিবি’র অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মজিবর রহমান, র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক জিডি (পি)। এছাড়াও অনুষ্ঠানে বিজিবি’র পদসহ কর্মকর্তাগণ এবং সমাজের বিশিষ্টজনরা এসময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ