Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় পৃথক দুটি হত্যার ঘটনা

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ৭:২০ পিএম

মাগুরায় বুধবার রাত সাড়ে ছয়টার দিকে ঘটনা দুটি ঘটে। নিহত দুইজনের মধ্যে একজনের নাম তুষার মোল্লা (২০) অপরজনের নাম নুরজাহান বেগম (৪৫)। নিহত তুষার মোল্লা মাগুরা সদরের কছুন্দী ইউনিয়নের কালিনগর গ্রামের আশরাফ মোল্লার ছেলে। ও নিহত নুরজাহান বেগম জেলা সদরের কাশিনাথপুর গ্রামের লুৎফর শেখের স্ত্রী।

নিহত তুষার মোল্লার চাচাতো ভাই আল মামুন জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয় তুষার মোল্লা। রাত ৬টা ৪০ মিনিটের দিকে বাড়ির অদূরে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের সাবলগাছা ও গোবিন্দপুর গ্রামের মাঝামাঝি রাস্তার পাশে লোকজনের জটলা দেখে তারা ঘটনাস্থলে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় তুষার মোল্লাকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে নিহত নুরজাহান বেগমের বড় ছেলে নুর আলী জানান, সন্ধ্যায় তাদের পালিত একটি হাঁস হারিয়ে যায়। হাসটি খুঁজতে খুঁজতে প্রতিবেশী মতিয়ার মোল্লার বাড়িতে গেলে সেখানে হাঁসের পালক দেখা যায়। সবাই ঘটনাটি বাড়িতে এসে তার মাকে জানালে নুরজাহান বেগম মতিয়ার মোল্লার বাড়িতে হাঁসের বিষয়ে জানতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মতিয়ার মোল্লার বাড়ির লোকজন তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উভয় বিষয়ে মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, দুটি ঘটনার বিষয়ে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উভয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ