Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মুসলিমদের ভালোবাসা ছাড়া সুপারস্টার হতে পারতাম না, বললেন মিঠুন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১১:১৭ এএম

বাংলার মধ‍্যবিত্ত পরিবার থেকে উঠে এসে মুম্বাইয়ের ‘ডিস্কো ড্যান্সার’ হয়েছেন মিঠুন চক্রবর্তী। দীর্ঘদিন ধরে টলিউড কাঁপিয়েছেন তিনি। তার জনপ্রিয়তা পৌঁছেছিল দেশের বাইরেও। এখনও সুপারস্টার মিঠুনের খ‍্যাতি চোখে পড়ার মতো। এবার এই তারকা জানালেন, মুসলিমদের ভালোবাসা ছাড়া কখনও সুপারস্টার হতে পারতেন না তিনি।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে নির্বাচনী আমেজ। কয়েকদিন পর সেখানকার পঞ্চায়েত নির্বাচন। বিজেপির (ভারতীয় জনতা পার্টি) পক্ষ থেকে নির্বাচনের মাঠ গরম করতে টানা পাঁচদিনের সফরে কলকাতা এসছেন তিনি। সফরের প্রথম দিনে কলকাতার সল্টলেকে আয়োজিত সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘মুসলিমদের ভালোবাসা ছাড়া আমি কখনও সুপারস্টার হতে পারতাম না।’

এ সময় নিজ দল বিজেপির প্রশংসা করে এ তারকা আরও বলেন, ‘বিজেপি মুসলিমবিরোধী নয়, বিজেপি একমাত্র মুসলিমদের উন্নয়নের কথা ভাবে। বিজেপি মানে— মুসলিমবিরোধী এটা একটা মিথ্যা প্রচার। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সবার উন্নয়নের সঙ্গে সঙ্গে মুসলিম ভাইদেরও ভালো হবে।’

সম্প্রতি মিঠুনের নতুন একটি সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। ‘বাপ’ নামের এই চলচ্চিত্রে মিঠুনের সঙ্গে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, সানি দেওল, জ্যাকি শ্রফ। এটি পরিচালনা করছেন বিবেক চৌহান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ