Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার মহম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১১:১১ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে বুধবার ২৩ নভেম্বর সকালে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত: ৩০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১৭ জনকে মহম্মদপুর ও ৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের হানিফ শেখ এবং সিরাজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার সকালে এ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত: ৩০ ব্যক্তি আহত হন। তাদের মধ্যে আব্দুল্লাহ , আজিজুল, কাবুল, সিহাব, খোকন, নূর ইসলাম, রুবেল, রবিউল, ইব্রাহিম, হারেজ, হাবিবুল্লাহ, সিরাজ, মেহেদী, জিয়া, সরোয়ার, সবুজ, আলিমুল, পিকুল, পান্নু, রফিক এবং হানিফকে মাগুরা ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে হাফিজার শেখ ও হানিফ শেখের তিনটি ঘরে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ