Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার জেলায় নিহত ৪

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

দেশের চার জেলায় পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। গতকাল বুধবার দিনের বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে। অন্যদিকে, রূপগঞ্জে গত সোমবার বল কুড়িয়ে আনার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাহেদ নামে এক কিশোর আহত হয়। গতকাল সকালে তিনি ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ও আমাদের সংবাদদাতাদের পাঠনো তথ্যে’র প্রতিবেদনে-

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে ক্রিকেট খেলতে গিয়ে সড়ক থেকে বল কুড়িয়ে আনার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাহেদ নামে কিশোর নিহত হয়েছে। গতকাল সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহেদ কাঞ্চন পৌরসভার কেন্দুয়ার টেক মায়ার বাড়ি এলাকার বাসিন্দা সোহেল মিয়ার ছেলে। গত সোমবার বিকেলে দ্রুতগতিতে আসা অজ্ঞাত একটি মোটরসাইকেল সাহেদকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নসিমনের সাথে সংঘর্ষে জিহাদ মোল্যা নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। গতকাল বুধবার দুপুরে ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্রি এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জিহাদ ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে। আহতরা হলেন সোহেল শেখ ও বন্যা আক্তার। সালথা থানার ওসি শেখ সাদিক জানান, দুর্ঘটনায় তিনজন আহত হয়। এদের মধ্যে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত দুইজনকে করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় পায়েল সরদার নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে ঘটনাটি ঘটে। নিহত পায়েল সরদার জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইয়ুম সরদারের ছেলে। এ ঘটনায় শিবলু নামে আরেক আরোহী আহত হয়েছেন। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে তবে চালক পলাতক।

শেরপুর জেলা সংবাদদাতা জানান, শেরপুরে ঝিনাইগাতীতে নিজের ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে রেজাউল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ঝিনাইগাতী উপজেলার মধ্য দুপুরিয়া গ্রামের কাবুল আকন্দের ছেলে। জানা যায়, রেজাউল দুপুরিয়া গ্রামের পাকা সড়ক সংলগ্ন এলাকা থেকে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে পাশ্ববর্তী মাদারপুর গ্রামে যাওয়ার পথে স্থানীয় তোতা মেম্বারের বাড়ির পাশে কাঁচা রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর উল্টে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ