Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাংলাদেশ হিসাব করে পা ফেলছে’

সাস্টেইনেবিলিটি ডে উপলক্ষে আয়োজিত সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

 টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার সাবধানতার সঙ্গে এগুচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, আমরা (বাংলাদেশ) প্রতিটি পা ফেলছি হিসাব করে। প্রতিটা পা ফেলছি টেকসই উন্নয়নের (সাস্টেইনেবল ডেভেলপমেন্ট) লক্ষ্যে। কিন্তু আমাদের যে সহায়তা পাওয়ার কথা ছিল, পাইনি। সাস্টেইনেবিলিটি ডে উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর লেকশোর হোটেলে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ৩৮টি রাষ্ট্রের একটি সংগঠন আছে ওইসিডি। যারা ১৯৭০ সালে অঙ্গিকার করেছিল জাতিসংঘে যে তারা তাদের জিডিপির ০.৭ শতাংশ উন্নয়ন সহযোগিতা দেবে পৃথিবীর অন্য পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোকে। কিন্তু এই ৩৮টি দেশের মধ্যে মাত্র ৫টি দেশ সেই সময় থেকে যেই অঙ্গিকার ছিল, সেটি পূরণ করতে পেরেছে। এই দেশগুলো হচ্ছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। আমরা প্রত্যাশা করব সামনের দিনে তারা এই ব্যার্থতা থেকে বের হয়ে আসবে তাদের জন্য, যারা তাদের উন্নয়নের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, ২০১৫ সালে এসডিজি নির্ধারণ করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে করোনা, এখন আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলেছে। তারপরও, এই এসডিজি বাস্তবায়নে আমরা সবার সহযোগিতা চাই। বাংলাদেশ সরকার প্রায় ৪০টি নীতিমালা গ্রহণ করেছে। এবং একেবারে ইউনিয়ন পর্যায়ে থেকে এই লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনা শুরু করা হয়েছে। একই সঙ্গে প্রাইভেট সেক্টরের সহায়তাও প্রয়োজন। এবং বিদেশি বিনিয়োগ আসা দরকার। একই সঙ্গে যদি আমরা সমুদ্র থেকে আমাদের সম্পদ উত্তোলন করতে পারি, তাহলে আরও দ্রুত এগিয়ে যেতে পারব ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে।
অনুষ্ঠান উদ্বোধন করেন জিসিএনবি প্রতিনিধি ফারুক সোবহান, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এন ভ্যান লিউয়েন, নরওয়ের রাষ্ট্রদূত ইসপেন রিকটার সভেডসেন, আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সায়েদ এরশাদ আহমেদ, সুইজারল্যান্ডের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব কর্পোরেশন।
অনুষ্ঠানে ৪টি গুরুত্বপূর্ণ সেশন ছিল; সেশন ১. ‘ব্যবসা নেতৃত্বে নারী’, সেশন ২. ‘টেকসই ভবিষ্যতের জন্য ডিজিটাল রূপান্তর’, সেশন ৩. ‘ক্লাইমেট একশন-উদীয়মান অর্থনীতির জন্য পরিবর্তন’ এবং সেশন ৪. ‘মানবাধিকারের জন্য সমন্বিত উদ্যোগ’। ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ, ড্যানিশ অ্যাম্ব্যাসি, ব্র্যাক ব্যাংক লিমিটেড, একশন এইড, ডিবিএল গ্রুপ, আইএলও বেটার ওয়ার্ক, এমসিসিআই, এওয়ারনেস ৩৬০, লাইট ক্যাসেল পার্টনার্স, টেন মিনিটস স্কুল, প্রাভা হেলথ, নেক্সট জেনারেশন, সিআইএলটি বাংলাদেশ এবং শাটল থেকে বিভিন্ন বক্তারা সাস্টেইনেবিলিটি দিবস এর বিভিন্ন প্রাসংগিক বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে এক্সিবিশন বুথের মাধ্যমে বিভিন্ন সেক্টরের টেকসই অনুশীলন চর্চাগুলো তুলে ধরা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ