Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অক্ষয়কে ‘হেরা ফেরি ৩’-এ ফিরিয়ে আনার দায়িত্ব নিলেন সুনীল শেঠী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম



গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল। বেশি পারিশ্রমিক দিয়েও কোনো কাজের কাজ হচ্ছে না, অক্ষয় কুমারের চলতি বছরের বেশিরভাগ ছবিই মোটামুটি ফ্লপের আওতায় নথিভুক্ত হয়েছে। এদিকে পারিশ্রমিক কমানোর একেবারেই নাম নেই অক্ষয়ের। বরং তাঁর পারিশ্রমিকের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলছিল। এদিকে বলিউডের এখন বেশিরভাগ কন্টেন্টই হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ পুরোনো ছবির নতুন সংস্করণ। বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘হেরি ফেরি’-র তৃতীয় সংস্করণ নিয়ে রীতিমতো দোলাচলের মুখে। যার প্রথম সংস্করণে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠী। এদিকে ‘হেরি ফেরি’-র তৃতীয় সংস্করণে পরেশ রাওয়াল এবং সুনীল শেঠী থাকলেও বাদ পড়ছেন অক্ষয় কুমার। নির্মাতাদের যুক্তি, হেরি ফেরি’ তৃতীয় অধ্যায় থেকে রাজু চরিত্রটিকেই বাদ দেওয়া হবে। সেই জায়গা পূরণ করতে আসতে পারেন, নয়া প্রজন্মের সুপারস্টার কার্তিক আরিয়ান। তবে আদৌ অক্ষয় থাকবেন কিনা, তা নিয়ে চলছে চরম দোলাচল। এই অবস্থায় অক্ষয়কে ফেরানোর দায়িত্ব নিলেন সুনীল শেঠী। এদিকে ‘হেরা ফেরি’-এর ভক্তরা অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজ ছেড়ে দেওয়ার জন্যে প্রবল বিরক্ত। অক্ষয় নিজেই জানিয়েছিলেন যে, তিনি স্ক্রিপ্টে সন্তুষ্ট নয়, তাই তৃতীয় কিস্তি থেকে সরে এসেছেন। তবে মজার বিষয় হল, ‘হেরা ফেরি’র অক্ষয়ের সহ-অভিনেতা, সুনীল শেঠি বলেছেন যে, তিনি অক্ষয়কে ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসতে রাজি করাবেন। একটি নিউজ পোর্টালের সঙ্গে কথোপকথনে সুনীল শেঠী বলেছেন, তিনি জানতেনই না যে অক্ষয় হঠাৎ চলচ্চিত্রটি ছেড়ে দিয়েছেন। তাই অক্ষয়ের প্রস্থানের কারণ বোঝার জন্য তিনি শীঘ্রই প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। ‘হিরো ফেরি ৩’ তে অক্ষয় ছাড়া সম্পূর্ণ হবে না’। একটি সূত্র জানিয়েছে, অক্ষয় হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজে অংশ নেবেন না বলে ঠিকই যখন করে ফেলেছিলেন, তাই তাঁর চরিত্র রাজুকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছিল। হেরা ফেরি ৩-এ অক্ষয়ের চরিত্র থাকবে না। কার্তিক আরিয়ান একটি নতুন চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ