Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাল্যবিয়ের অভিযোগে ৪ জনের কারাদন্ড

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাল্যবিয়ের আসর থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার খলিল নগর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ৪জনকে আটক করা হয়। গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের খলিল নগর গ্রামের মোহাম্মদ আলীর ১৬ বছরের মেয়ের সাথে সোহাগী ইউনিয়নের সাহেব নগর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে আলমগীর হোসেনের সাথে মেয়ের পিত্রালয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে বিয়ের ঘটক জর্জ মিয়া (৪০), বর আলমগীর হোসেন (২২), ভগ্নিপতি আবুল হাসেম (৬০), কনের পিতা মোহাম্মদ আলীকে (৭০) আটক করে। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আটককৃতদের হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রাজীবকুমার সরকার বর, বরের ভগ্নিপতি, ঘটককে ১৫দিন করে বিনাশ্রম কারাদ- ও কনের পিতাকে ১হাজার টাকা অর্থদ-ে দ-িত করেন। ওই সময় কনে স্কুলে পড়তে চায় বলে ইচ্ছা পোষণ করলে উপজেলা নির্বাহী অফিসার তাকে স্কুলে ভর্তির নির্দেশ দেন ও লেখাপড়ার খরচ উপজেলা প্রশাসন বহন করবে বলে উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ