বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে বিএনপি'র বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধের সম্ভাবনা কম বলে জানিয়েছেন দি মোটরস অ্যাসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
ময়মনসিংহ ছাড়া বিএনপির সব বিভাগীয় সমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তবে কুমিল্লায় সমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘটের বিষয়ে এখন পর্যন্ত পরিবহন মালিক সমিতি কোনো সিদ্ধান্তের না গেলেও পরিবহন মালিকদের ওই নেতা এ মন্তব্য করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন সংশ্লিষ্ট নেতারা আঞ্চলিক অবস্থান বিবেচনায় কুমিল্লায় পরিবহন ধর্মঘটের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন। কেননা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক জেলার অন্যতম প্রবেশদ্বার। এসব সড়ক হয়ে আন্তজেলা বাস চলাচল করে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় কুমিল্লা বা কুমিল্লার ওপর দিয়ে যাতায়াত করা যেকোনো যানবাহনে ধর্মঘটে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এ ছাড়া ট্রেন বন্ধ করার সুযোগ নেই।
পরিবহন সংশ্লিষ্ট নেতারা মনে করছেন কুমিল্লায় পরিবহন ধর্মঘট ডাকা হলেও উন্নত যোগাযোগব্যবস্থা ও আঞ্চলিক কারণে মানুষের স্রোত আটকানো সম্ভব হবে না।
দি মোটরস অ্যাসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ধর্মঘট নিয়ে এখনো মিটিং হয়নি। সমাবেশ কেন্দ্র করে আন্তজেলা বাস সার্ভিস বন্ধের সম্ভাবনা কম। তার পরও মিটিংয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।