Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ মামলায় জেলহাজতে

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সরাইল (ব্রাক্ষণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : সরাইলে জেএসসির পরীক্ষার্থী (১৪) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি জুয়েল রানা খাদেকে (২২) গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী বাদি হয়ে জুয়েল রানা খাদেকে আসামি করে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। জানা যায়, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের ধনাঢ্য সিদ্দিকুর রহমান খাদেমের বখাটে ছেলে জুয়েল রানা খাদেম (২০) গত বুধবার সকাল ১১টার দিকে প্রতিবেশী এক দিনমজুরের ওই কিশোরী মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের কয়েকজন নারী এগিয়ে আসলে জুয়েল রানা খাদেম পালিয়ে যান। পুলিশ গত বৃহস্পতিবার রাতে জুয়েল রানা খাদেমকে শাহজাদাপুর গ্রাম থেকে গ্রেফতার করে। থানা চত্বরে ওই ছাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, এখানে তার (জুয়েল) বড় ভাই রোমেল রানা খাদেম আমরারে ধমকাইয়া কইল তোরা একটা মামলা দিলে আমরা পাঁচটা মামলা দিমু। তোরা মামলা দিলে আমরার কী অইবো? আমরা মামলা দিলে খবর আছে। রোমেল রানা খাদেম এ ঘটনা মিথ্যা দাবি করে বলেন, যদি কিছু ঘটেই থাকে তবে বিষয়টি সামাজিকভাবে শেষ করার জন্য প্রস্তাব দিয়েছি। আমার ভাইয়ের ঘটনার জন্য আমারা উপযুক্ত বিচার দিতে প্রস্তত। এরপরও তারা একটি মামলা দিলে আমরা পাঁচটি দেব। টাকা হলে মামলা দেওয়া কোনো বিষয় নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ