বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শজিমেক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ৪ টি ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাময়িকভাবে সিলগালা করেছে আরো একটি ফার্মেসি। বুধবার (২৩ নভেম্বর) বিকেল চারটার দিকে ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় জেলা পুলিশের একটি দল তার সাথে ছিল।
এসময় অনুমোদনহীন ওষুধ বিক্রির জন্য চার ফার্মেসিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওষুধের অতিরিক্ত মূল্য রাখায় সাময়িকভাবে সিলাগালা করা হয়েছে একটি ফার্মেসীকে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী।
তিনি বলেন, অনুমোদনহীন ওষুধ বিক্রির জন্য আলিফ ফার্মেসিকে ৪ হাজার, মিন্টু মেডিকেল স্টোরকে ৪ হাজার, খান ফার্মেসিকে ৪ হাজার, শততা ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিক মূল্য গ্রহণের অপরাধে দিশাত ফার্মেসিকে সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।