Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীট ব্যবসায়ীদের ৫ কোটি টাকা নিয়ে প্রতারকচক্র উধাও

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : কেরানীগঞ্জের কদমতলী এলাকায় সীট ব্যবসায়ীদের ৫ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে মেসার্স আল-আমিন এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক প্রতারক মোঃ আলীজান ও তার ম্যানেজার কাজী রুমানের বিরুদ্ধে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবসায়ীরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০/২৫টি সাধারণ ডায়েরীসহ একাধিক অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এখনো তাদের গ্রেফতার করতে পারেনি। অনেক সীট ব্যবসায়ীরা তাদের মূলধন হারিয়ে এখন পথে বসতে চলেছে। গতকাল শনিবার সরেজমিন সীট ব্যবসা মার্কেট এলাকায় গেলে ব্যবসায়ীদের কাছ থেকে এই অভিযোগের তথ্য পাওয়া যায়। কেরানীগঞ্জ সীট ব্যবসায়ী  মালিক সমিতির সভাপতি মাহমুদ আলম জানান, কদমতলী এলাকায় ডাকপাড়ায় কয়েকমাস পূর্বে প্রতারক আলীজান মেসার্স আল-আমিন এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানের মাধ্যমে আলীজান ও তার ভাইয়ের ছেলে প্রতিষ্ঠানের ম্যানেজার কাজী রুমান সুকৌশলে সীট ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। প্রথমদিকে তারা ব্যবসায়ীদের সাথে ভাল লেনদেন করে  তদের কাছে বিশ্বাস যোগ্যতা অর্জন করে। পরে ব্যবসায়ীদের সরলতা কাজে লাগিয়ে ফরহাদ এন্ড ব্রাদার্স, শাজাহান ষ্টীল, এমভি ষ্টীল করপোরেশন, আমিন ব্রাদার্স, জামিয়া ষ্টীল, বিএইচ ষ্টীল, আরিফুল এন্ড ব্রাদার্স, যুবায়ের ষ্টীলসহ প্রায় ২০টির অধিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল বাকিতে নিয়ে মালামাল অন্যত্র নগদ মূল্যে বিক্রি করে টাকা আত্মসাৎ করে। গত নভেম্বরের ২৪ ব্যবসায়ীদের পাওনা টাকা চেকের মাধ্যমে পরিশোধের জন্য প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে। ওইদিন সে প্রতিষ্ঠানে গেলে তারা প্রতিষ্ঠানটি তালা বদ্ধ অবস্থায় দেখেন। পরে ব্যবসায়ীরা প্রতারক চক্র আলীজান ও তার ম্যানেজার রুমানের কোন খোজ খবর না পেয়ে তাদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় সাধারন ডায়েরীসহ একাধিক অভিযোগ দায়ের করেন। কেরানীগঞ্জ সীট ব্যবসায়ী  মালিক সমিতির সহ-সভাপতি মোঃ এনায়েতুর রহমান জানান, প্রতারক আলীজান ও ম্যানেজার রুমান বাজার মূল্যে ব্যবসায়ীদের কাছ থেকে মালামাল নিয়ে ওই মালামাল অন্যত্র কম মূল্যে বিক্রি করে তারা  টাকা আত্মসাৎ করে। তাদের গ্রামের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের  আইনতা স্কুল রোডে। আলীজানের বাবার নাম লুলু মিয়া এবং রুমানের বাবার নাম কাজী আজম। গত ১৪ ডিসেম্বর কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের কার্যালয়ে আলীজান ও রুমান ব্যবসায়ীদের সাথে এক বিচারে বসার কথা ছিল। কিন্তু সেখানে ব্যবসায়ীরা উপস্থিত হলেও তারা উপস্থিত হয়নি। এ ব্যাপারে মেসার্স আল-আমিন এন্টারপ্রাইজের মালিক মোঃ আলীজান ও তার ম্যানেজার কাজী রুমানের মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের  চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ