Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে জার্মানি সাপোর্টারদের আনন্দ মিছিল ও কমিটি গঠন

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ৪:২৯ পিএম

বিশ্বকাপে জয়ের প্রত্যাশায় প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র‍্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের জার্মানি সমর্থক শিক্ষার্থীরা।

বুধবার (২৩ নভেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে বিভিন্ন স্লোগানে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল বের করেন তারা। পরে মিছিলটি ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে মিলিত হয়ে কমিটির নাম ঘোষণা করেন।

দর্শন বিভাগের শিক্ষার্থী সাইয়াদার রহমানকে সভাপতি ও আইন বিভাগের শিক্ষার্থী তাজরিন আহমেদ খান মেধাকে সাধারণ সম্পাদক করে রাজশাহী ইউনিভার্সিটি জার্মানি সাপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা করা হয়। এসময় আনন্দ মিছিলে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, আমাদের জার্সিতে চারটি স্টার আছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখানে আরেকটি স্টার যোগ হবে। ফুটবল প্রেমী ও সাপোর্টাররা জার্মানি সাপোর্ট না করে থাকতেই পারবে না। যারা ভুল পথে আছে তাদের সঠিক পথে আসার আহ্বান জানান এ জার্মানি ফুটবল ভক্ত।

জার্মান সাপোর্টার ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মো. ইজাজ আল ওয়াসী বলেন, এখানে যারা জার্মানি সাপোর্টার আছেন তারা খেলা দেখে বুঝে শুনে জার্মানি সাপোর্ট করছেন। বংশ পরম্পরায় কেউ জার্মানি সাপোর্ট করে না। আমাদের দলের পারফরম্যান্স খুবই ধারাবাহিক।পারফরম্যান্সের মূল পরিচয় হলো আমাদের জার্সির চারটা স্টার। আমাদের দোয়া ও ভালোবাসায় কাতার বিশ্বকাপও জার্মানি নিবে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জার্মানির সাপোর্টার আশিকুল ইসলাম বলেন, জার্মানি চারবারের বিশ্বকাপ জয়ী দল। ফলে আমাদের জার্সিতে চারটা স্টার আছে। এবারের বিশ্বকাপ জিতে জার্সিতে পাঁচ নম্বর স্টার যোগ করার জন্য অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আমরা দলগত পারফর্ম করে আমরাই জয়ী হবো।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ