Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোকসানের বোঝা নিয়ে মোচিকের মাড়াই মৌসুম শুরু

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ১৫০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে দক্ষিণাঞ্চলের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের (মোচিক) মাড়াই মৌসুম শুরু হয়েছে। গতকাল শনিবার বিকালে প্রবীণ আখচাষী আব্দুল কাদের মিয়া ডোঙ্গায় আখ ফেলে মাড়াই কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে মোচিক চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসিসিআইসির চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার। বক্তব্য রাখেন, কর্পোরেশনের পরিচালক হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এড আব্দুল ওয়াহেদ জোয়ারদার, কেরু চিনিকলের এমডি আরশাদ আলী, ফরিদপুর চিনিকলের এমডি আব্দুর রউফ, কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী, মোচিকের ওএপি গোলাম রসুল, চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমান, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নবি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ