Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ১৯ জানুয়ারী

বিশুদ্ধ কুরআন তিলাওয়াত চর্চা ঘরে ঘরে পৌঁছে যাক এ প্রত্যাশায়

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১১:১৯ এএম

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আয়োজনে আগামী ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।


এ-উপলক্ষ্যে ২২ নভেম্বর ২০২২, বাদ মাগরিব, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় জেলা নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার সভাপতি ও দারুল কুরআন কমপ্লেক্স ককসবাজার এর পরিচালক, মাওলানা ক্বারী জহিরুল হক। সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী সাইফুল্লাহ কাসেমী সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাওলানা মূফতী আবু মুসা, সহ সভাপতি সাংবাদিক শামসুল হক শারেক, সহ সভাপতি আতাউর রহমান বুলবুল।

বিশিষ্ট ক্বারী মাওলানা ক্বারী হুমায়ুন রশীদের সুললিত কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রস্তুতি সভা শুরু হয়। 'বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের চর্চা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক' এ প্রত্যাশা নিয়ে আয়োজন হতে যাচ্ছে ক্বেরাত সম্মেলনের।

সভায় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি মাষ্টার শফিকুল হক,মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী,ক্বারী মাওলানা নুরুল হক, ক্বারী মাওলানা সুজাউল আলম, মাওলানা খালেদ সাইফী,মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মাওলানা শামসুল আলম,মাওলানা হাফেজ মাহমুদুল হাসান,ক্বারী হাফেজ রুস্তমুদ্দীন, হাফেজ মুস্তফা কামাল,হাফেজ হেলালুদ্দীন, মুহাম্মদ মঈনুল ইসলাম, ইমরানুল করীম, মাওলানা হাফেজ হাফেজুদ্দীন, সাঈদুর রহমান প্রমুখ।

সভায় ক্বেরাত সম্মেলন সফল করার জন্য প্রশাসন সহ কক্সবাজরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ