Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : যক্ষ্মা রোগ প্রতিরোধে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা গতকাল শনিবার কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার এমরান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার মো. আমান উল্লাহ। সভায় জানানো হয়, দেশে বছরে প্রতি এক লাখে ২২৭ জন লোক যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছে। আর বছরে প্রতি লাখে মারা যায় ৫১ জন। সাংবাদিক সোহেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। সভায় যক্ষ্মা প্রতিরোধে সামাজিক সচেতনার ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ