Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগঞ্জ মাদ্রাসায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকর উপর হামলা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ৮:৫৫ পিএম

ঠাকুরগাঁওয়র পীরগঞ্জে দাখিল মাদ্রাসায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছে সিএনএন বাংলা ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক আব্দুল আলিম। মঙ্গলবার দুপুর উপজেলার আমবালা দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে। আহত সাংবাদিক আলিম পীরগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছে।

সাংবাদিক আলিম জানান, আমবালা দাখিল মাদ্রাসা প্রতিদিন দুপুর একটার দিক ছুটি দিয়ে থাকেন এমন সংবাদ পেয়ে তারা কয়েকজন স্থানীয় সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য দুপুর একটা বিশ মিনিট ঐ মাদ্রাসায় যান। এ সময় মাদ্রাসার সহকারী সুপার মসলিমউদ্দীন, নাইট গার্ড আবির, অফিস সহকারী জমিরুল মাদ্রাসা বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সাংবাদিকরা মাদ্রাসা বন্ধ থাকার ছবি তুলেন। ছবি তোলাকে কেন্দ্র করে মাদ্রাসার নাইট গার্ড আবির, সহকারী সুপার মসলিম উদ্দিন ও অফিস সহায়ক জামিরুল ইসলাম সাংবাদিকদের উপর অতর্কৃত ভাবে হামলা চালায়। এসময় সাংবাদিক আলিম গুরুতর আহত হয়।

আহত অবস্থায় সাংবাদিক আলিমকে স্থানীয় লোকজন সহঅন্যান্য সাংবাদিকরা উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে।

আহত আলিম জানায়, তার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তার গলা চেপেধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা চালায় এবং মোবাইল ফোন ও ক্যামরা কেড়ে নিয়েছে ।
এ প্রসঙ্গে মাদ্রাসার সুপার ওয়ারসুর রহমানের সাথ মোবাইল ফোনে যোগাযাগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

প্রেসক্লাবর সভাপতি জয়নাল আবেদিন বাবুল বলেন, তথ্য সংগ্রহ করতে গিয় সাংবাদিকর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।

মাদ্রাসার সভাপতি উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম জানান, তিনি বিষয়টি শুনেছেন, সাংবাদিকরা নাকি টাকা চেয়েছিল। এজন্য এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার পরেও তিনি বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্তা নিবেন।

থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, এধরনের ঘটনার কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ