বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হেরে যাওয়ায় কুমিল্লায় এক আর্জেন্টিনার সমর্থক মারা গেছেন। তার নাম কাউছার জাবেদ কাকন (৫০)। কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর গ্রামে তার৷ বাড়ি। তার পিতার নাম আবদুল খালেক।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলার দ্বিতীয়ার্ধে সৌদি আরব ২য় গোলটি করার পরপরই আর্জেন্টিনার সমর্থক কাউছার জাবেদ কাকন বুকে তীব্র ব্যথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে সাথে সাথে তাঁকে কাবিলা ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিকারপুর ইউনিয়নের সাবেক মেম্বার আবু নাছের জানান, কাউছার জাবেদ কাকন আমার বাসায় খেলা দেখছিলেন। বিকেল ৫টা ১৫ মিনিটে সৌদি আরব ২য় গোলটি দেওয়ার পরপরই কাউছার জাবেদ কাকন বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং আমার কোলে ঢলে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান হাসপাতালের আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।