রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তেঁতুলিয়া নদীর তীরবর্তী পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রাম রক্ষায় নদীতে জিওব্যাগ ফেলা উদ্বোধন হয়েছে। গত সোমবার দুপুর ১২টায় স্থানীয় এমপি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
জানা যায়, তেঁতুলিয়া নদীর ভাঙনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামে বিলিনের পথে। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার ও শতাধিক বসত বাড়ি। এ সকল স্থাপনা রক্ষা এলাকাবাসী স্থানীয় এমপি আ স ম ফিরোজের কাছে অবেদন জানালে বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করেন।
পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক পর্যায়ে ভাঙন রোধে নদীর ১শ’ মিটার জিওব্যাগ ফেলা প্রকল্প নেওয়া হয়। গত সোমবার দুপুর ১২টায় এক অনুষ্ঠানের মাধ্যমে আ স ম ফিরোজ জিওব্যাগ ফেলা উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, বিভাগীয় প্রকৌশলী (বাউফল জোন) রেজা আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, নাজিরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, এমপির একান্ত সহকারী আনিচুর রহমান ও জেলা পরিষদের সাবেক সদস্য হারুন অর রসিদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।