Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ৭ সুন্ধি কচ্ছপ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় দুই শিকারির কাছ থেকে ৭টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এসময় ১টি টিয়া, ২টি শালিক ও ৩টি ঘুঘুসহ কচ্ছপ শিকারের কাজে ব্যবহৃত বল্লপ উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রাম থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। পরে কচ্ছপগুলো কলাপাড়া উপজেলা বন বিভাগের পুকুরে এবং পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয়। কচ্ছপ আর শিকার করবে না মর্মে মুচলেখা দিলে দুই শিকারীকে ছেড়ে দেয়া হয়।
কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি জানান, বনপ্রানী শিকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ