Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে জাম্বু ডাস্টবিন উদ্বোধন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জাম্বু ডাস্টবিন স্থাপন কাজ শুরু করা হয়েছে। পরিবেশ বান্ধব এসব আধুনিক ডাস্টবিনে পঁচাগলা বর্জ্য ফেলা হলেও দুর্গন্ধ ছড়াবে না। গতকাল মঙ্গলবার এই কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। মেয়র বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইতোপূর্বে রাউজান পৌরসভাকে বর্জ্য ব্যবস্থাপনায় মডেল বলে স্বীকৃতি দিয়ে এই কর্মপদ্বতি দেশের অন্যান্য পৌরসভাকে অনুকরণ করার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। মেয়র বলেন, রাউজান পৌরসভাকে দেয়া এ সম্মান রক্ষায় কাজ করে যাচ্ছি। এই কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা ও এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রিন পিংক ক্লিন রাউজানের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে চাই। এই অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম ও পৌর কাউঞ্চিলর বৃন্দ। মেয়র উদ্বোধনী অনুষ্টানের পর বাজার ঘুরে ব্যবসায়ীদেরকে ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার পরামর্শ ও রাস্তার উপর পন্য না রাখার নির্দেশনা প্রদান করেন। সহকারী কমিশনার ভূমি কোন ব্যবসায়ী নির্দেশনা না মানলে অমান্যকারীদের আইনের আওতায় আনার হুশিয়ারি দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ