Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুষ্ঠিত হতে যাচ্ছে বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

চ্যানেল আই ও বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা) যৌথভাবে ১ ডিসেম্বরকে ‘ব্যান্ড মিউজিক ডে’ উদযাপন করতে যাচ্ছে। ৯ বছর আগে প্রখ্যাত ব্যান্ডসঙ্গীত শিল্পী মরহুম আইয়ুব বাচ্চু চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে প্রস্তাব রাখেন, ১ ডিসেম্বরকে ব্যান্ড মিউজিক ডে ঘোষণা করে প্রতি বছর দিবসটি পালন করার। তাই সেই প্রস্তাব অনুযায়ী, এ বছর দিবসটি যৌথভাবে উদযাপন করছে চ্যানেল আই এবং বামবা। এ উপলক্ষ্যে গতকাল দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যাবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২, পাওয়ার্ড বাই গান বাংলা এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন, বামবার সভাপতি হামিন আহমেদসহ দেশ সেরা ব্যান্ডগুলোর প্রতিনিধিরা। ফরিদুর রেজা সাগর ধন্যবাদ জানান বামবাকে এই আয়োজনের সাথে যুক্ত হওয়ার জন্য। তিনি একটি সু-শৃংখল অনুষ্ঠানের প্রত্যাশায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। শাইখ সিরাজ স্বাধীনতা উত্তর ব্যান্ড সংগীতের কথা স্বরন করে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। প্রকল্প পরিচালক ইজাজ খান স্ব^পন বলেন, এখন থেকে প্রতি বছর ডিসেম্বরের ১ দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা চ্যানেল আইব্যান্ড মিউজিক কনসার্ট’। এবছর ঢাকায় কনসার্ট অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে। ১ ডিসেম্বর সকাল ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে থেকে ‘ব্যান্ড মিউজিক ডে’ এর উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বামবার তালিকাভুক্ত ৫২টি ব্যান্ডের সদস্যবৃন্দ। এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরন করা হবে আজম খান, আইয়ুব বাচ্চু, লাকী আখান্দসহ প্রয়াত ব্যান্ড তারকাদের। বামবার পক্ষ থেকে হামিন আহমেদ জানান, আমাদের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে চ্যানেল আইয়ের এমন মহৎ উদ্যোগের সাথে প্রথমবার যুক্ত হয়ে বছরের সবচেয়ে বড় কনসার্ট আয়োজনকরতে যাচ্ছে বামবা। আশা করি, সবাই এমন উদ্যোগের পাশে থাকবেন। এরপর তিনি এবারের কনসার্ট এ অংশগ্রহণকারী ১৬টি ব্যান্ডের নাম ঘোষনা করেন।কনসার্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, নগর বাউল, মাইলস, ওযারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক,অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিংস, ক্রিপটিকফেইট,পেন্টাগন এবং পাওয়ারসার্জ। ইভেন্ট পরিচালনা করবেন ব্র্যান্ডমিথ কমিউনিকেশন, সেট নির্মাণ ও আলো নিয়ন্ত্রণ করবেন মুকিমস্ ক্রিয়েশন, সাউন্ড নিয়ন্ত্রন করবেন-সাউন্ড অ্যাম্বেসি, পুরো অনুষ্ঠানটি ধারন করবেন-চ্যানেল আই। আয়োজকরা জানান, ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দেশের সবচেয়ে বড় কনসার্ট উপভোগ করতে প্রবেশে মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। গেটসেটরকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ