Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার দেশে এটাই সমুদ্র পোশাক-ঐশি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন। পোশাক নিয়ে সে সময়ের এক অভিজ্ঞতার কথা সম্প্রতি তিনি একটি গণমাধ্যমের সাথে কথা বলেন। মিস ইউনিভার্সে বিকিনি রাউন্ড পর্ব রয়েছে। সেখানে সমুদ্রতীরে প্রতিযোগীরা বিকিনি পড়ে ছবি তোলে। এই রাউন্ডে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে ঐশী বলেন, প্রতিযোগিতা থেকে এখন বিকিনি রাউন্ড একরকম উঠিয়ে দেয়া হয়েছে। এটি এখন আর বাধ্যতামূলক নয়। কোনো প্রতিযোগী বিকিনি পরতে না চাইলে জোর করা হয় না। অথচ একসময় বিকিনি রাউন্ড বাধ্যতামূলক ছিল। এখন আয়োজকরা সে অবস্থান থেকে সরে এসেছেন। এর কারণ সম্পর্কে ঐশী জানান, আয়োজক প্রতিষ্ঠানটির সিইও একবার ইন্দোনেশিয়া গিয়ে জানতে পারেন সেখানকার নারীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না বিকিনি রাউন্ডের জন্য। এ বিষয়টি জানার পর বিকিনি রাউন্ড শিথিল করা হয়। ঐশি বলেন, আমাদের সময় বিকিনি রাউন্ড না থাকলেও সী-বিচ ফটোশুট রাউন্ডে সবাই বিকিনি পরেছিল। আমি একমাত্র মানুষ ছিলাম যে, ফুলহাতা লম্বা জামা পরেছিলাম। সে সময় কস্টিউম ইন্সট্রাক্টর আমাকে জিজ্ঞেস করেছিলেন, কেন আমি সমুদ্রের ড্রেস পরিনি। আমি বলেছিলাম, আমার দেশে এটাই সমুদ্র পোশাক। আমাদের দেশে সবাই এমন পোশাকেই সমুদ্রে যায়। এ অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি ঐশী তার নতুন সিনেমার খবরাখবরও জানান। আগামী বছরের জানুয়ারির ৬ তারিখে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘বø্যাক আওয়ার’। এতে ঐশি এবং আরেফিন শুভ জুটি হয়ে অভিনয় করেছেন। সিনেমাটি মিশন এক্সট্রিম সিনেমার দ্বিতীয় কিস্তি। এছাড়া ঐশির আরও দুটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো ‘নূর’ এবং ‘আদম’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ