Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীর সাব্বিরের তথ্যচিত্র রেমিটেন্স যোদ্ধা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

দেশের অর্থনীতিতে রেমিটেন্স যোদ্ধাদের ভ‚মিকা নিয়ে তথ্যচিত্র নির্মাণ করলেন অভিনেতা-নির্মাতা মীর সাব্বির। আট মিনিটের তথ্যচিত্রটির নাম ‘রেমিটেন্স যোদ্ধা’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য সাব্বির নিজে করেছেন। তথ্যচিত্রটি নির্মাণের কাজ শেষ করেছেন তিনি। মীর সাব্বির বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকি। শুধু অংশগ্রহণ নয়, সেসব কর্মকাÐে অর্থনৈতিকভাবে সম্পৃক্ত থাকি। আমি মনে করি, একজন শিল্পী হিসেবে শুধু নাটকের মধ্যদিয়েই নয়, সরাসরি মানুষের সঙ্গে মিশে তাদের পাশে এগিয়ে যেতে হবে। রেমিটেন্স যোদ্ধা তথ্যচিত্রটি এমন একটি কাজ আমার। অনেকেই দেশের বাইরে বিশেষ করে মধ্যপ্রাচ্যে গিয়ে পাসপোর্ট ও মেডিক্যাল বিষয়ক জটিলতাসহ আরো নানা সমস্যার মুখোমুখি হন। এসব বিষয় এবং তার সমাধানের পথ তথ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স যোদ্ধাদের কত বড় তাও তুলে ধরা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ