Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পিলবার্গের ‘বুলিট’ রিমেকে ব্র্যাডলি কুপার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

হলিউডে কিছু ফিল্ম আছে যেগুলো একজন তারকাকে সংজ্ঞায়িত করে। ‘ইন্ডিয়ানা জোন্স’ বলতে যেমন সবাই হ্যারিসন ফোর্ডকে বা ‘ক্যাপ্টেন স্প্যারো’ বলতে জনি ডেপকে তেমনি ‘বুলিট’ ফিল্ম বা নামটি হলিউডের অ্যাকশন কিংবদন্তী স্টিভ ম্যাকুইনকে পরিচয় করিয়ে দেয়। পিটার ইয়েটস পরিচালিত ১৯৬৮তে মুক্তিপ্রাপ্ত ‘বুলিট’ পুনর্নির্মাণ করবেন স্টিভেন স্পিলবার্গ। আর ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে (ফ্র্যাঙ্ক বুলিট) অভিনয় করবেন ব্র্যাডলি কুপার, এই চরিত্রে ইতোপূর্বে স্টিভ ম্যাকুইন (ছবিতে পেছনে, ‘বুলিট’ ফিল্ম) অভিনয় করেছেন। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিতব্য ফিল্মটির চিত্রনাট্য লিখবেন জশ সিঙার। কাহিনীর প্লট প্রকাশ করা না হলেও জানা গেছে, মূল ফিল্মের কাহিনীর চরিত্র ও স্থান ছাড়া কোনও মিল থাকবে না রিমেকের। কুপার স্পিলবার্গের সঙ্গে ফিল্মটি প্রযোজনা করবেন তার ক্রিস্টি ম্যাকোস্কো ক্রিগারের হয়ে, একই ব্যানারের হয়ে কুপার ‘মায়েস্ত্রো’ (২০২৩) পরিচালনা-প্রযোজনা করছেন। অচিরেই ফিল্মটির বিষদ প্রকাশ করা হবে। ইয়েটসের ফিল্মটি নির্মিত হয়েছিল ‘মিউট উইটনেস’ (১৯৬৩) উপন্যাস অবলম্বনে। আগের ফিল্মে ম্যাকুইনের চরিত্র এক তথ্য সরবরাহকারীর (ইনফরম্যান্ট) খুনের তদন্ত করার দায়িত্ব পায় যাকে তারই রক্ষা করার কথা ছিল। কুপার এখন ‘মায়েস্ত্রো’র পোস্ট প্রডাকশন নিয়ে ব্যস্ত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ