Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটকেও বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

চলতি বিশ্বকাপ ফুটবল নিয়ে দেশজুড়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। এই উন্মাদনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নাটক। ইতোমধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মজার ঘটনা নিয়ে বেশ কয়েকটি নাটক নির্মিত হয়েছে। নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ফুটবল নিয়ে নির্মাণ করেছেন নাটক ‘জার্সি’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব। ফুটবল দলের জার্সি নিয়ে দুই বন্ধুর কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে নাটকটিতে। মাবরুর রশিদ বান্নাহ নির্মাণ করছেন ১০ পর্বের নাটক ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা রিলোডেড’। এতে অভিনয় করেছেন যাহের আলভী, আরশ খান, ফারুক আহমেদ, কচি খন্দকার প্রমুখ। ২৪ নভেম্বর থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে নাটকটি। ‘গৃহ বিশ্বকাপ’ নামে একক নাটক নির্মাণ করেছেন মিতুল খান। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক, আইরিন আফরোজ প্রমুখ। ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’ নামে নাটক নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে আর্জেন্টিনার ডাইহার্ডা ফ্যান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর ব্রাজিলের পাগলা ভক্ত হয়েছেন ফারহান আহমেদ জোভান। ২৫ নভেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে। ২৬ পর্বের ধারাবাহিক ‘ভিলেজ কাপ ফুটবল’ নমে নাটক নির্মাণ করেছেন এম আই মনির। এতে অভিনয় করেছেন জামিল হোসাইন, সাইদুর রহমান পাভেল, শাওন মজুমদার, সফিক খান দিলুপ্রমুখ। বিশ্বকাপ চলাকালীন ধারাবাহিক নাটকটি বাংলা টিভিতে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ