Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অনেক নির্মাতা জানেন না চলচ্চিত্র একটি জটিল ও বৃহৎ শিল্প- মমিনুর রশীদ মিল্লাত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

মমিনুর রশীদ মিল্লাত নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। ১৯৮০ সাল থেকে তার নাট্যজগতে পর্দাপণ। প্রখ্যাত নাট্যকার প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের হাত ধরে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। তিনি প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ আল মামুন নির্মাণ করেন ‘জনম দুঃখী’, ‘দমকা’ ও ‘এখনই সময়’। মিল্লাত সিনেমাগুলোর প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে মিল্লাত নাট্যজগতে ফিরে আসেন। বিটিভিতে তার পরিচালনায় ৩০টি নাকট প্রচার হয়। ২০১৯ সালে চ্যানেল আই-এ তার পরিচালিত ৫২ পর্বের ধারাবাহিক নাকট ‘দাহ’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। তিনি রাজনীতিবিদ ও তাত্ত্বিক সিরাজুল আলম খানকে নিয়ে নির্মাণ করেন ২৬ মিনিটের ডকুমেন্টারি ফিল্ম ‘রূপান্তর বাংলাদেশ’। সিরাজুল আলম খানের কাহিনী নিয়ে নির্মাণ করেন ৬০ মিনিটের ‘একুশ শতকে বাংলাদেশ’। একুশ শতকে বাংলাদেশ প্রসঙ্গে মমিনুর রশীদ মিল্লাত বলেন, এতে রয়েছে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। এটি দেখলে তরুণ প্রজন্ম দেশপ্রেমে ও মানবসেবায় উদ্বুদ্ধ হবে। চলচ্চিত্র নিয়ে মিল্লাত বলেন, আমাদের চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনা, ভাল ছবি নির্মাণ ও দর্শকদের হলমুখী করা একই সূত্রে গাঁথা। ভাল ছবি নির্মাণ করতে পারলে সবসমস্যার সমাধান হবে। আমি মনে করি, আমাদের সমস্যাগুলো আগে চিহ্নিত করতে হবে। তিনি বলেন, এখন যারা সিসেমা নির্মাণ করছেন, তারা অনেকেই জানেন না, চলচ্চিত্র একটি জটিল ও বৃহৎ শিল্প। এখন আর ‘গাইতে গাইতে গায়েন’ হওয়ার সুযোগ নেই। প্রশিক্ষণ নিতে হবে এবং বুঝতে হবে এখন অত্যাধুনিক প্রযুক্তির যুগ। সে সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। আমাদের প্রতিবেশী দেশের চলচ্চিত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। তারা ছবি নির্মাণের ক্ষেত্রে যা করে, যেভাবে ভাল ছবি নির্মাণ করে, আমরা তার ধারে-কাছেও নেই। অতীতের দিকে তাকালে দেখায় যায় তারা যে বাংলা ছবি নির্মাণ করত, আমরা তাদের চেয়ে কোনো অংশে কম ছিলাম না। তবে হিন্দি ছবির বিষয়টা আলাদা। হিন্দি ছবি পৃথিবীর বাজার দখল করে রেখেছে। সেই বিষয়গুলো মাথায় রেখে সময়োপযোগী কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, গান ও নিত্য থাকতে হবে। নায়ক-নায়িকাসহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রী ঠিকমত নির্বাচিত করতে হবে। যার টাকা আছে ছবি প্রযোজনা করবে, টাকা ওয়ালা যদি মনে করে, আমিই সব তাহলে কিছুই হবে না। মিল্লাত বলেন, আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধ, বিনোদন এবং অতীতের সাদা-কালো ছবির মতো পারিবারিকভাবে হলে গিয়ে দেখার মতো ছবি করতে হবে। প্রতিটি সংলাপ হতে হবে আকর্ষণীয় এবং সাধারণ মানুষকে আকৃষ্ট করার মত। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর মেকআপ-গ্যাটাপ হতে হবে বিশেষজ্ঞ দিয়ে। খোলামেলা ড্রেস পরলেই হলো না। মার্জিত পোশাকেও গ্ল্যামার থাকতে পারে। মিল্লাত বলেন, পৃথিবীর অনেক দেশই এখন অভিনয়, ফাইটিং এবং নৃত্য বিশ^বিদ্যালয় পর্যায়ে একটা সাবজেকট পড়ানো হয়। ভারতের নন্দিত অভিনেত্রী মাধুরী দীক্ষিত কত্থক নৃত্যে অনার্স-মাস্টার্স। গোবিন্দসহ অনেকেই অভিনয়ের ওপর ৪ বছরের প্রশিক্ষণ নিয়েছেন। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের ছবি নির্মাণে হাত দিতে হবে। তা নাহলে, আমাদের চলচ্চিত্রের উন্নতি করা যাবে না। তিনি বলেন, সরকারকে অবশ্যই মনোযোগী হতে হবে। হিন্দি ও ইংরেজি ছবি যাতে দেখতে না পারে সেজন্য, বিদেশী টিভি চ্যানেল বন্ধ করতে হবে। ভাল ছবি নির্মাণে সরকারকে পৃষ্ঠপোষকতা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ