Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোনয়ন পেলেও গোল্ডেন গ্লোব বয়কট করবেন ব্রেন্ডান ফ্রেজার

| প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

২০২৩-এর গোল্ডেন গ্লোব নিয়ে এরই মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আর আলোচনা জমে উঠেছে অভিনেতা ব্রেন্ডান ফ্রেজারকে (৫৩) নিয়েও। তার সাম্প্রতিক ফিল্ম ‘দ্য হোয়েল’এ তার পারফরমেন্স তাকে মনোনয়ন এনে দেবে এমনই সবার ধারণা আর ‘দ্য মামি’ তারকা সাফ জানিয়ে দিয়েছেন মনোনয়ন পেলেও তিনি গোল্ডেন গ্লোব অনুষ্ঠান বয়কট করবেন। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের (এইচএসপিএ) আয়োজনে আগামী ১১ জানুয়ারি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হবে। আর এতে ড্যারেন অ্যারোফনোস্কি পরিচালিত ফিল্মটির জন্য ফ্রেজারের মনোনয়ন প্রায় নিশ্চিত। ‘হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের প্রতি আমার যত শ্রদ্ধা আছে তার চেয়ে বেশি আছে অভিজ্ঞতা। না, আমি অংশ নেব না,’ অভিনেতা বলেন। তিনি বলেন, এর কারণ হল তাদের নিয়ে আমার অভিজ্ঞতা। এবং, আমার মা আমাকে ভণ্ড করে বড় করেনি। আপনারা আমাকে যা মনে হয় ডাকতে পারেন তবে ভণ্ড নয়। ২০১৮তে জিকিউ সাময়িকীতে হলিউডে তার তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলে অভিনেতা। তিনি জানান ঝুঁকিপূর্ণ স্টান্ট তার দেহে প্রভাব ফেলেছি। তিনি সেসময় হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম বার্কের বিরুদ্ধে তাকে আক্রমণ ও অযাচিতভাবে স্পর্শ করার অভিযোগ করেন, যা বার্ক অস্বীকার করেন। এইচএসপিএ জানায়, তারা এমন আচরণের বিপক্ষে এবং পরে ফ্রেজারকে যুক্ত বিবৃতির প্রস্তাব দেয়। অভিনেতা এই প্রস্তাব ফিরিয়ে দেয় এবং তার অভিযোগের পরও বার্কের ভোট দেবার অধিকার অক্ষুন্ন রাখে। পরে ২০১১তে বার্ককে বর্ণবাদী মন্তব্যের জন্য এইচএসপিএ থেকে বহিষ্কার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ