Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গজারিয়ায় ধুমধামে চলছে আমন কাটা

গজারিয়া (মুন্সিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

চলতি মৌসুমে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। উপজেলার বাউসিয়া, গুয়াগাছিয়া, ভবেরচর, ইমামপুর, টেংগারচর, গজারিয়া, হোসেন্দী ও বালুয়াকান্দি ইউনিয়নে ধান কাটার ধুমধাম চলছে। ধান কাটার জন্য গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, জামালপুর, ময়মনসিংহ, কুমিল্লার দেবিদ্বার, বড়ুরা, বুড়িচং ও চান্দিনা ও কচুয়া হতে শ্রমিকরা এসেছে। কুড়িগ্রাম হতে আগত শ্রমিক নেতা ফকরুল বলেন, আমরা অনেক বছর ধরে এলাকায় ধান কাটছি। এ বছর জমিতে ধান ভালো দেখছি না।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আহমেদ নূর বলেন, এ বছর উপজেলা এক হাজার ৬৭৫ হেক্টর জমিতে বুনা আমন বপন করা হয়। গত বছরের চেয়ে এ বছর ধান বপন কিছু কম হয়েছে।
বাউসিয়া গ্রামের কৃষক আব্দর রশিদ জানান, এ বছর ধান পাকার আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ধানের ক্ষতি হয়েছে। আবহাওয়া প্রতিকূলে থাকায় ধানের ফলন ভালো হয়নি। প্রতি বিঘায় ৩/৪ মন ধান তুলতে পারছে কৃষকরা। তাছাড়া শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ধান কাটাতে কৃষকরা হিমশিম খাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ