Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দেলদুয়ারে স্কুলছাত্রের মাথাহীন লাশ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

টাঙ্গাইলের দেলদুয়ারে শাকিল মিয়া (১৪) নামের এক অষ্টম শ্রেনির শিক্ষার্থীর মাথাহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাকিল মিয়া উপজেলার বাড়পাখিয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে।
দেলদুয়ার থানার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, শাকিল অষ্টম শ্রেণির ছাত্র। সে মাঝে-মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো।
গত রোববার রাতে লিটন নামে একজনের অটোরিকশা নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়। পরে গতকাল সোমবার সকালে স্থানীয়রা দেলোয়ার কলেজের পেছনে শাকিলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শাকিলকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ