বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর গোদাগাড়ীতে আঁখি আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে পৌর এলাকার গড়েরমাঠ থেকে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। আঁখি আক্তার নওগাঁ নিয়ামতপুর উপজেলার আফজাল হোসেনের মেয়ে। সোমবার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রেম থেকে বিয়ে হয় বজলুর রহমানের ছেলে সাগরের সাথে। কিন্তু বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন সাগর। অত্যাচার সহ্য করতে না পেরে আঁখি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী দেখে কয়েক দফা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরালেও এবার সবার অজান্তেই নিজ কক্ষে গলায় ফাঁসি ঝুলে আঁখি আক্তার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (মর্গে) পাঠানো হয়েছে। লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গৃহবধূর বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।