Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার জায়েদ খানকে জাতিসংঘে যেতে বললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৮:০০ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়িকা নিপুণ আক্তারই দায়িত্ব পালন করবেন। জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, সোমবার তা স্থগিত হয়ে গেছে আপিল বিভাগে। এছাড়া গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।

সুপ্রিম কোর্ট থেকে নিজের পক্ষে রায় পাওয়ার পর সোমবার বিকালে এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেখানে উপস্থিত হয়ে জায়েদ খানের উদ্দেশ্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এদেশে আর কোন রায় দিবার সুযোগ নেই। তাকে যদি নতুন কোন রায় নিতে হয় তাহলে জাতিসংঘে যেতে হবে।’

এছাড়াও এই কিংবদন্তী অভিনেতা দু'পক্ষে মামলা সংক্রান্ত নিয়ে বলেন, ‘যখন জায়েদ খানের পক্ষে রায় আসছে তখন কিন্তু ঐ চেয়ারে সে বসেছে। আর যখন নিপুনের পক্ষে রায় এসেছে তখন নিপুণ বসেছে। এখন নিপুণ সাধারণ সম্পাদক পদে পূর্ণ রায় এসেছে। আমার তো কোন আপত্তি থাকার কথা নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের রায়ের অপেক্ষায় বসে থাকিনি কাজ করেছি। আগে ১৫০ টি হল ছিল। এখন সেটি ২০০ হলের বেশিতে দাঁড়িয়েছে। অনেক চলচ্চিত্র মুক্তি দিয়েছি। অনেক চলচ্চিত্র নতুন করে শুটিং শুরু হয়েছে। সামনে আর কোন দ্বিধাদণ্ড নয়। বাকী কাজগুলি করতে চান বলে এই নায়ক জানান।’

সংবাদ সম্মেলনে নিপুণ আক্তার বলেন, ‘মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। দীর্ঘ নয় মাস অপেক্ষার পর অবশেষে সত্যের জয় হলো। ৯ মাস ধরে এটা নিয়ে অনেক কিছু হচ্ছিল। কখনও আমি থাকব, কখনও আমার বিপরীতে যিনি আছেন তিনি থাকবেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল, আমি এবং কাঞ্চন সাহেব খুব সততা নিয়ে নির্বাচনটা করেছি।’

নিপুণ বলেন, ‘কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আপিল বোর্ডের সদস্যদের। উনারা ৯ মাস ধরে আমার সঙ্গে একটা যুদ্ধ করে গেছেন। যেই রায়টা আসলে আজকে আমি পেয়েছি তার জন্য এই পূর্ণাঙ্গ বেঞ্চ, মহামান্য উচ্চ আদালতের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ। তারা একটা সঠিক রায় দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে কাঞ্চন-নিপুণ ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, চিত্রনায়ক ইমন, জেসমিন, ডিএ তায়েব, শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের সদস্য সোহানুর রহমান সোহান ও খোরশেদ আলম খশরু।

 



 

Show all comments
  • M H Faruk ২২ নভেম্বর, ২০২২, ১:১৭ এএম says : 0
    "সত‍্যের প্রদীপ জ্বলে দিক দিক, অধর্মের ক্ষয় কালে কালে হয়" শেষ পর্যন্ত সত‍্যেরই জয় হল। নিপুন তুমি এগিয়ে যাও। ইলিয়াস কাঞ্চন, সায়মন সাদিকের মত কিছু ভালো মানুষকে সহযোদ্ধা হিসেবে পেয়েছো। আশা করি তুমি ইতিহাস সৃষ্টি করবে। নিরন্তর শুভকামনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ