Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গার ভাঙবাড়ীয়া গ্রামে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৭:৩৭ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়ীয়া গ্রামে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন চালক জিন্নাত (৪৮) নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিন্নাত একই উপজেলার নানবার গ্রামের রতনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিক্ষক আব্বাস উদ্দীন জানান, নসিমন চালক হাটবোয়ালিয়া বাজারের দিকে নসিমন চালিয়ে যাচ্ছিল। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা থেকে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস পিছন থেকে নসিমনকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নসিমন চালক জিন্নাত নিহত হয়। বাসটির চালক দ্রুতগতিতে চালিয়ে পালিয়ে যায় ।

আলমডাঙ্গার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ দুর্ঘটনার ব্যাপারে কারো অভিযোগ না থাকায় গ্রামবাসীরা লাশটি নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ