Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার মত নেতা না থাকলে এ দেশে উন্নয়ন হয় না : ওবায়দুল কাদের

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৭:২৬ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের এম‌পি বলেছেন, শেখ হাসিনার মত নেতা না থাকলে এ দেশে উন্নয়ন হয় না, এটা প্রমাণিত সত্য। সোমবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, গতকাল সিলেটের সমাবেশের সাথে ঢাকার উত্তরার সমাবেশ মিলিয়ে দেখুন। বাকিটা নির্বাচনে।

মন্ত্রী ওবায়দুল কা‌দের আরো ব‌লেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ঘটনা‌টি সাজা‌নো, বানা‌নো। এঘটনা বাস্তবে সত্য নয়।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলার এরিয়া কমান্ডার ৩৩ পদাতিক ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মাইনুর রহমান, বীর মু‌ক্তি‌যোদ্ধা এডভোকেট আবুল হা‌শেম খান এম‌পি, রা‌জি মোহাম্মদ ফখরুল এম‌পি, না‌সিমুল আলম নজরুল এম‌পি, ডা. প্রাণ গোপাল দত্ত এম‌পি, ‌নিজাম উদ্দিন হাজারী এম‌পি, এইচএম ইব্রা‌হিম এমপি, বদরু‌দ্দোজা ফরহাদ হো‌সেন এম‌পি, আঞ্জুম সুলতানা এম‌পি, এ্যারমা দত্ত এম‌পি, উম্মে ফা‌তেমা নাজমা বেগম শিউলি এম‌পি, ফ‌রিদা আলম সাকী এম‌পি প্রমুখ।



 

Show all comments
  • শামিম ২২ নভেম্বর, ২০২২, ১২:৫৪ পিএম says : 0
    অনেক উন্নয়ন দেখেছি , এখন বিদেশিদের কাছে হাত পাততে হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ