Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যশোরের আর্জেন্টিনার পতাকার রঙে সোনা মিয়া বাড়ি রাঙালেন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৭:২০ পিএম

যশোরের চৌগাছায় এবার আর্জেন্টিনার পতাকার রঙে নিজের বাড়ি ও প্রাচির রাঙিয়েছেন সোনা মিয়া নামে এক কৃষক। সোনা মিয়া উপজেলার কমলাপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। ছোট বেলা থেকেই তিনি ক্রীড়ামোদি এবং বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সাপোর্টার। ২০০২ বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে ওড়ান আর্জেন্টিনার পতাকা। এবার নিজের বাড়িটি রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে।

সোমবার দুপুরে সরেজমিন সোনামিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, সোনার মিয়ার একতলা বিশিষ্ট বাড়ি, বাড়ির প্রধান প্রবেশ গেট, বাড়ির প্রাচির এমনকি রান্না ঘর ও পাকা টয়লেট সবিই আর্জেন্টিনার পতাকার রঙে রং করেছেন। বাড়ির প্রবেশ ফটকের উপরে আর্জেন্টিনা ফুটবল টিমের ছবিসহ প্যানা টাঙানো। যাতে বিশ^কাপ ট্রফি নিচ্ছেন যুগের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওলেন মেসি। পাশেই একটি বাঁশে আর্জেন্টিনার পতাকা উড়ছে।

আর্জেন্টিনা ভক্ত সোনা মিয়া বলেন, সামর্থ থাকলে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ দেখতাম। সেই সক্ষমতা না থাকায় নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে নিজের মনকে বুঝ দিচ্ছি। তবে এবার আশাবদি আমি আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল জিতবে।

সোনা মিয়ার এই বাড়ি দেখতে প্রতিদিন প্রতিবেশি আশেপাশের কয়েক গ্রামের লোক এই আর্জেন্টিনার রঙে রাঙানো বাড়ি দেখতে আসছেন। প্রতিবেশি জামিনুর রহমান বলেন, সোনা মিয়া আর্জেন্টিার অন্ধ ভক্ত। ফুটবলে আর্জেন্টিনা সারা কিছুই বঝে না। খেলা হলে নাওয়া খাওয়া সব ভুলে যাই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ