Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই রায় চূড়ান্ত নয়, শুনানিতে রায় আমার পক্ষে আসবে : জায়েদ খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৫:৫৮ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ‘আপাতত নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই’ বলে জানিয়েছেন আইনজীবীরা। তবুও নিজের পদ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী জায়েদ খান।

সোমবার আপিল বিভাগের রায়ের পর এক প্রতিক্রিয়ায় এই অভিনেতা দাবি করেন, ‘আদালত আজ চূড়ান্ত রায় দেয়নি। নিপুণ আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন, তা গ্রহণ করেছেন আপিল বিভাগ। বিষয়টি নিয়ে ভুল ব্যাখা হচ্ছে।’

জায়েদ খান জানান, ‘আদালত নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন। চলতি সপ্তাহে এ নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আমি শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছি।’ তিনি বলেন, ‘আমার আইনের প্রতি শ্রদ্ধা আছে। আমি বিশ্বাস করি শুনানিতে রায় আমার পক্ষে আসবে। কারণ আমি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক।’

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে ভোটে জিতেছিলেন জায়েদ খান। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারের আবেদনের প্রেক্ষিতে জায়েদের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড। পাশাপাশি সাধারণ সম্পাদকের নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। জায়েদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ এবং টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ এনেছিলেন নিপুণ।

এ ঘটনার পর পদ ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেন জায়েদ খান। সেই আবেদনের প্রেক্ষিতে অভিনেতার প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছিলেন নিপুণ। কয়েক দফা শুনানি শেষে তারই রায় দিল আপিল বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ