বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নগরীর বড় বাজারে আজ সোমবার দুপুরে বাজার তদারকিসহ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি, মসলা জাতীয় পণ্য, ফলের দোকান এবং বীজ বিক্রয় কেন্দ্রগুলোতে জেলা প্রশাসন এবং কৃষি বিপণন দপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্যবসায়িক লাইসেন্স না থাকা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও বীজ বিক্রি, সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিবি করিমুন্নেসা, জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জীসহ সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম এখন থেকে চলমান থাকবে বলে কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।