Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারে ডাকাতি, আহত ৫

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১০:৪৮ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের এলোপাথাড়ি মারধরে কমপক্ষে পাঁচজন আহত হন।
স্বজনরা জানান, ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় য়ে বরযাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজিতপুর-সরাইল থানার মোহনার কাছে সুলায়মানপুর-রাজাপুরের মাঝামাঝি একটি ট্রলারে করে সাত-আটজনের একটি ডাকাতদল তাদের ট্রলারে হানা দেয়। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বরযাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসেটসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে সটকে পড়ে। এ সময় ডাকাতদের এলোপাথাড়ি আঘাতে বরের ছোটভাই রুনেল (২৮), বন্ধু লায়েছ মিয়া (৪২), খাইরুল (৩৬), সহিদ মিয়া (৩০) ও সবু মিয়া (৫০) নামের পাঁচজন আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ