বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দলীয় সভাপতির পদ থেকে কেন তাকে স্থায়ীভাবে অব্যহতি দেয়া হবে না, তা ১৫ দিনের মধ্যে অবগত করতে কারণ দর্শানোর নোটিশ দেয়ারও সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স¤প্রতি সভাপতি মমতাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে চিঠি দেন জেলা আওয়ামী লীগের ৫৩ সদস্য। অভিযোগগুলোর মধ্যে রয়েছে-জেলা পরিষদ নির্বাচন, হারাগাছ পৌরসভা নির্বাচন, বিভিন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, দলীয় সভা-সমাবেশ ও কর্মসূচিতে অংশগ্রহণ না করা, কমিটির নিয়মিত সভা আহŸান না করাসহ দলীয় নীতি-আদর্শ পরিপন্থি নানান কর্মকাÐ।
এ ঘটনায় দলের নেতৃবৃন্দের পরামর্শে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু সাধারণ সভা আহŸান করেন। সভায় মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন না। সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদের সভাপতিত্বে সভা শুরুর পর উপস্থিত নেতাকর্মীরা মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করে তার স্থায়ী বহিষ্কার দাবি করেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত শনিবারের সভাটি আমাকে না জানিয়ে করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।