Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তৃতীয় সিজনে উর্বশী গানের সিঁড়ি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও ডলি সায়ন্তনীর গান নিয়ে তৃতীয় সিজন ‘উর্বশী গানের সিঁড়ি’ শুরু হচ্ছে। মৌলিক গান নিয়ে কাজ করছে সাংস্কৃতিক সংগঠন উর্বশী ফোরাম। এরই মধ্যে সংগঠনটি দুটি সিজন সম্পন্ন করে তৃতীয় সিজনের শুটিং সম্পন্ন করেছে। ইতোমধ্যে রেকর্ড ও শুটিং হয়েছে স্বতন্ত্র ধারার ২৯টি মৌলিক গান। গানগুলোর বেশির ভাগই লোকগীতি। এগুলোর মধ্যে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও ডলি সায়ন্তনী। এছাড়াও একক ও দ্বৈত গানে অংশ নিয়েছেন লায়লা, সালমা, সেলিম চৌধুরী, ইউসুফ আহমেদ খান, বন্যা তালুকদার, গামছা পলাশ, আয়েশা জেবীন দিপা, সাদিয়া লিজা, রেশমা, জাহিন খান, নুঝাত পুষ্পিতাসহ এ প্রজন্মের শিল্পীরা। উর্বশী’র প্রধান সমন্বয়ক ড. মো. হারুনুর রশীদ বলেন, আমরা তৃতীয় পর্যায়ে ৩২টি মৌলিক গান করেছি। তিনটি গানের শুটিং হবে আউটডোরে। বাংলা গানের সমৃদ্ধির জন্য আমরা একেবারেই নতুন ও মনোমুগ্ধকর গান সৃষ্টির ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের প্রতিটি ব্যতিক্রমী ও আকর্ষণীয় কথামালা দিয়ে সাজানো হয়েছে। এগুলো শ্রোতা ও দর্শকনন্দিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শিঘ্রই বেসরকারি টিভি চ্যানেল ও উর্বশী ফোরাম-এর ইউটিউব চ্যানেল থেকে গানগুলো প্রচার হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ