প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বছরজুড়ে সেরা পারফরমারদের সম্মাননা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। ১৯টি বিভাগে দেওয়া হয়েছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’। দীপ্ত টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে দ্বিতীয়বারের মতো এ অনুষ্ঠান আয়োজন করা হয়। দীপ্ত টিভির আলোচিত ধারাবাহিক নাটক ‘বকুলপুর’ ৬ বিভাগের মধ্যে ৪ বিভাগে সেরা পুরষ্কার লাভ করে। ধারাবাহিকটি পরিচালনা করের্ছেন কায়সার আহমেদ। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে বকুলপুর ধারাবাহিকের জন্য পুরস্কার লাভ করেছেন কায়সার আহমেদ। এছাড়া ধারাবাহিকটির অভিনেত্রী নাদিয়া আহমেদ শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা আজিজুল হাকিম, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্বর্ণলতা। চার বিভাগে সেরা পুরষ্কার অর্জন করা নিয়ে কায়সার আহমেদ বলেন, সম্মান পাওয়া অবশ্যই কাজের প্রতি আরও দায়িত্ব বাড়িয়ে দেয়। বকুলপুর নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে। তারা বেশ ভালভাবে নাটকটি গ্রহণ করেছে ও পছন্দ করেছে। তার প্রমান এই সম্মাননা। ছয়টি বিভাগের মধ্যে চার বিভাগেই আমার বকুলপুর নাটক সেরা পুরষ্কার পেয়েছে। এটা সত্যিই অনেক ভালো লাগার। আমি চাই সব সময় দর্শকদের ভালো কিছু উপহার দিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।