Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর চাটখিলে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত-১৫

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ৭:৩৭ পিএম

চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলে উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংবাদকর্মী ও পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে। কাউন্সিলে জাহাঙ্গীর কবিরকে উপজেলা আ.লীগের সভাপতি ও নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দফায় দফায় থেমে থেমে এ ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। নতুন কমিটিকে ঘিরে চাটখিল বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের মধ্যে এশিয়ান টিভির ক্যামেরপার্সন সাজ্জাদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ ৮বছর পর রোববার সকালে উপজেলার পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে সম্মেলন শেষ হয়। বিকেলে নতুন কমিটি গঠনের জন্য উপজেলা পরিষদ ভবনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে নতুন সভাপতি, নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি হিসেবে বেলায়েত হোসেন ও মোহাম্মদ উল্যাকে সহ-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদ প্রত্যাশী অন্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উপজেলা চত্বরে পদপ্রাপ্ত ও প্রত্যাশীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। কয়েক দফা চলা এ ধাওয়া পাল্টা ধাওয়া থেমে থেমে সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষকারীরা কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কয়েকজন পুলিশ ও ছবি ধারণ করতে গিয়ে আহত হন একজন সংবাদ কর্মী। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা ও মোবাইল ফোন। দফায় দফায় চলা ধাওয়া ও সংঘর্ষে ইটপাটকেল ও লাঠির আঘাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক বার লাঠি চার্জ করে পুলিশ।

এরআগে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান সাবেক সাংসদ মাহমুদুর রহমান বেলায়েত, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা খানম সাকি, স্থানীয় সাংসদ এ এইচ এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম, ফেনী সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সম্মলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় আহবায়ক আবদুল কুদ্দুস সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অংগসংগঠনের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ