Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে ট্রাকের চাকায় পথচারী নিহত

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ৬:২৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হয়েছেন মাসুদ মিয়া (৩৫) নামে এক পথচারী। রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন।

নিহত মাসুদ মিয়া সিলেটের হবিগঞ্জ উপজেলার চুনারঘাট এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রোববার সকালে নিহত মাসুদ মিয়া রাস্তা পার হওয়ার সময় কাঁচপুরে ব্রিজের ঢালে ঢাকা আসা চট্টগ্রামগামী লেনে দ্রুত গতিতে আসা এক পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিলে পরে ঘটনাস্থলেই এই তার মৃত্যু হয়।

নিহত মাসুদের শালক মোরসাইদ জানায়, চিকিৎসার জন্য গ্রাম থেকে ঢাকা এসেছেন তিনি। আমাদের কাঁচপুর বালুর মাঠ বাসা থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হলে কাঁচপুর ব্রিজের ঢালে রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ