বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২৩টি সদস্য দেশ নিয়ে গঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) রজতজয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী ‘আইওআরএ বিজনেস ফোরাম লিডারশিপ সামিট-২০২২’ শুরু হচ্ছে। আজ রোববার ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলনের উদ্বোধন।
আইওআরএ বিজনেস ফোরামের সভাপতি শেখ ফজলে ফাহিম জানান, দু’দিনের সম্মেলনে বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিশেষত মূল্যস্ফীতির সমস্যা, সরবরাহ শৃঙ্খলে বাধা ও মূল্য শৃঙ্খলে সমন্বিত পদক্ষেপ, জ্বালানি, খাদ্য ও মুদ্রার নিরাপত্তা, সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা, সমুদ্র অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আলোচনার সুপারিশ আইওআরএ’র নীতি নির্ধারকদের কাছে উপস্থাপন করা হবে।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, স্বল্পোন্নত দেশ, মধ্যম আয় এবং উন্নত দেশগুলোর (জি-২০) একটি জোট। জোটের সদস্যদের সম্মিলিতভাবে অর্থনীতির আকার ২০ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। এ জোটের উদ্দেশ্য ভারত মহাসাগর অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। আইওআরএ বিজনেস ফোরাম জোটের আওতায় থাকা দেশগুলোর একটি বাণিজ্য ও বিনিয়োগ সংগঠন। সংগঠনটি আইওআরএ নীতি নির্ধারকদের কাছে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাণিজ্য ও বিনিয়োগকেন্দ্রিক সুপারিশ করে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।