রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পঞ্চগড়ে গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ নভেম্বর) গভীর রাতে পঞ্চগড় সদর ইউনিয়নের কেচেরা পাড়া এলাকার আব্দুল হক নামের এক কৃষকের বাড়িতে ঘটে। আশঙ্কাজনক হারে চুরি বৃদ্ধি পাওয়ায় এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, শুক্রবার গভীর রাতে চোরেরা গোয়াল ঘরের দরজার শিকল কেটে দুইটি গরু নিয়ে যায়।কৃষক আব্দুল হক জানান,ফজরের আজানের আগে নামাযের জন্য অজু করতে গিয়ে দেখি বাইরের দরজা খোলা, পরে গোয়াল ঘরে দেখি ঘর ফাঁকা। এসময় ডাক চিৎকারে লোকজন ছুটে আসে।
সম্প্রতি পঞ্চগড় পৌর শহরের উত্তর জালাসিপাড়া আব্দুর রহিমের বাসায় ১৭ নভেম্বর ঘরের জানালা ভেঙ্গে দুধর্ষ চুরি হয়েছে। এতে মানিব্যাগে থাকা ১৭ হাজার ৫০০ ও ব্যাংক থেকে উত্তোলিত ট্রাঙ্কে রাখা ১০ হাজার ৫০০ ৪৬ টাকাসহ মোট ২৮ হাজার ৪৬ টাকা রাতের অন্ধকারে চোরেরা নিয়ে গেছে।
এর আগে রোববার (১৩ নভেম্বর) গভীর রাতে দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদের পঞ্চগড় বাসায় দুঃসাহসিক চুরি হয়েছে।এতে চোরেরা দরজার তালা খুলে ভেতরে ঢুকে ল্যাপটপ, মোবাইল, নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়।
রৌশনাবাগ এলাকার নাঈমা আক্তার মনি জানান, বাসা থেকে ১৩ হাজার টাকা,একটি স্বর্নের আংটি ও তিন বছর ধরে মেয়ের মাটির ব্যাংকে জমানো টাকা চুরি হয়। এছাড়াও সরকার হায়দারের ল্যাপটপ চুরি। শিক্ষক আলী হোসেন ও শাহজাহান বাশারের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, অফিসারদের নির্দেশনা দেয়া আছে, কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।