Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেবলই জানলাম বৌমা আর্জেন্টিনার সাপোর্টার-আসিফ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সঙ্গীতশিল্পী আসিফ আকবর ব্রাজিলের প্রচণ্ড ভক্ত। তবে তার ছেলের বউ আর্জেন্টিনার ভক্ত। আসিফ বলেন, একজন বাদে তার পরিবারের অন্য সদস্যরাও একই দলের সমর্থক। আর সেই একজন হলেন পুত্রবধূ ইসমত শেহরীন ঈশিতা। তিনি আর্জেন্টিনার সমর্থক। তিনি বলেন, আমার বেগম জার্মানির সাপোর্টার হলেও ব্রাজিলের প্রতি দুর্বল, ছেলে রণ সরাসরি ব্রাজিল। রুদ্র মেসি সাপোর্টার হলেও বেসিক ব্রাজিল। আমার মেয়ে রঙ্গন ছোট হলেও ওর ম্যাচুরিটি বলে সেও ব্রাজিল সাপোর্টার। ভাইবোনদের মধ্যে ইতালি, জার্মানি আর ইংল্যান্ডের আনকমন সাপোর্টারদের অকার্যকর উপস্থিতি সহনীয় পর্যায়েই আছে। আর্জেন্টিনার কোন সাপোর্টার নেই ঘরে, কষ্টদায়ক ব্যাপার একটু। এর মধ্যে জানলাম বৌমা ঈশিতা আর্জেন্টিনা সমর্থক। অবশ্য এই বিষয় নিয়ে তার ব্রাজিলিয়ান হাজবেন্ডের সঙ্গে এখনও সাংঘর্ষিক কোন কিছু দৃশ্যমান হয়নি। শ্বশুর হিসেবে আমি স্বাগত জানিয়েছি। তিনি বলেন, আমার আশেপাশে আর্জেন্টাইন সাপোর্টারের সংখ্যা আশঙ্কাজনক। জার্মানি, ইতালির কিছু জেনুইন সাপোর্টারও টিকে আছে। আজকে আর্জেন্টাইন বন্ধুদের কাছে মুচলেকা দিয়েছি, ব্রাজিল ভালো না খেললেও তাদের সঙ্গে অসৌজন্যতা করবো না।



 

Show all comments
  • মুহাম্মাদ আব্দুল্লাহ আল নোমান ২০ নভেম্বর, ২০২২, ৭:৪১ এএম says : 0
    বিশাল গুরুত্বপূর্ণ খবর । খবর না পেলে গল্প,কবিতা প্রকাশ করুন দেশের ও দশের উপকার হবে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ