Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিকে নিয়ে রোজিনার গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

ক্যারিয়ারের শুরু থেকেই শ্রোতাদের বিষয়ভিত্তিক গান উপহার দিয়ে আসছেন কণ্ঠশিল্পী রোজিনা আক্তার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একাধিক গান করেছেন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও জাতীয় শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত এই গায়িকা। কণ্ঠে তুলেছেন গার্মেন্টস শ্রমিক, বৃদ্ধাশ্রম ও দুঃখী মায়ের গল্পও। এবার ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন একটি গান প্রকাশ করেছেন তিনি। ‘মেসি কলরব’ শিরোনামের এ গানটি লিখেছেন কাজী শাহিন এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ। ভিডিও পরিচালনা করেছেন রাজ কামাল। গানটি প্রকাশ করেছে ইউটিউব চ্যানেল সুরের আলো বিডি। রোজিনা আক্তার বলেন, আজ থেকে কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। কিন্তু এর আগেই অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়েছে। আমাদের ফুটবলপ্রেমীদের বেশিরভাগই দুটি দলে বিভক্ত। একদল আর্জেন্টিনা ও অন্যদল ব্রাজিলের সমর্থক। আমি আর্জেন্টিনার ভক্ত। তাই গানটি করেছি। আশা করছি, গানটি আর্জেন্টিনা ও মেসি ভক্তদের ভালো লাগবে। উল্লেখ্য, বর্তমানে রোজিনা রেডিও এবং টেলিভিশনের বিভিন্ন শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ