Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোলো অ্যালবাম নিয়ে আসছেন বিটিএসের আরএম

| প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

প্রথম সোলো অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ডের বিটিএসের সদস্য আরএম। তার প্রথম সোলো অ্যালবামটির নাম ‘ইন্ডিগো’। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত মিউজিক ব্যান্ড বিটিএসের সদস্য আরএম আগামী ২ ডিসেম্বর তার প্রথম সোলো অ্যালবাম ‘ইন্ডিগো’ নিয়ে আসছে। শুক্রবার তার সংস্থা বিগ হিট মিউজিক এ তথ্য জানিয়েছে। গ্লোবাল ইকোনমিকের বরাতে এ তথ্য জানিয়েছে কয়েকটি সূত্র। সংস্থাটি জানিয়েছে, ‘ইন্ডিগো’ এমন একটি অ্যালবাম যাতে আরএম এর চিন্তাভাবনা ও মনের ভাবনাগুলো প্রকাশ পেয়েছে। আরএম তার এসএনএস-এ বলেছেন যে, তিনি ২০১৯ সালের শুরু থেকে এই অ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জে-হোপ ও জিনের পর তৃতীয় সদস্য হয়ে আরএম তার সোলো অ্যালবাম নিয়ে আত্মপ্রকাশ করবে। তবে এর আগে আরএম ‘আরএম’ ও ‘মোনো’ সহ মিক্সটেপ প্রকাশ করে তার মেধার স্বাক্ষর রেখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ