Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সদর আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের জেলা অফিস ঘেরাও

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ৫:৫৮ পিএম

কক্সবাজার সদর আওয়ামী লীগের কমিটি ঘোষাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ অফিস ঘেরাও করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

১৯ নভেম্বর শনিবার ছিল কক্সবাজার সদর আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে সম্মেলন। সম্মেলনে সিলেক্টেড কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ নেতা কর্মীরা অফিস ঘেরাও করে বলে জানা গেছে।

মাহমুদুল করিম মাদুকে সভাপতি ও এড. রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক করে সিলেক্টেড
কমিটি ঘোষণা করা হয়। এতে অপর সাধরণ সম্পাদকের দাবীদার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনের সমর্থকরা জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণার দাবীতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস অবরোধ করে রাখে। তারা সিলেকশন মানিনা বলে শ্লোগান দিয়ে
সরাসরি কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণার দাবী জানান।

এই সম্মেলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় দুইজন নেতা যথাক্রমে কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মামুন স্বপন এসময় অফিসে উপস্থিত ছিলেন।
এসময় প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রয়ণ করতে দেখা যায়।

কয়েকঘণ্টা অবরোধ শেষে কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অবরোধ প্রত্যাহার করে।

এপ্রসঙ্গে জেলা আওয়ামী লীগ নেতা এড. রন্জিত দাশ বলেন, সম্মেলনে দুইজনের নাম ঘোষণা করা হয়েছে। এতে কেউ দ্বিমত পোষণ করতে পারে। এটা তেমন কিছু না। বিক্ষুব্ধ নেতা কর্মীরা চলে গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ