Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগদান সারলেন আমিরকন্যা ইরা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ৪:৫৬ পিএম

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের মেয়ে ইরা খানের বাগদান সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের প্রেমিক নুপূর শিখারের সঙ্গে শুক্রবার (১৮ নভেম্বর) তার বাগদান সম্পন্ন হয়। এসময় মুম্বাইয়ে ইরা ও শিখারের ঘনিষ্ঠ বন্ধু এবং দুই পরিবারের সদস্যদের উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

আমির খান ও তার প্রথম স্ত্রী রিনা দত্তর কন্যা ইরা খান। কন্যার বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির ও রিনা দুজনেই। বাগদানে লাল রঙের পোশাকে সেজেছিলেন ইরা। সঙ্গে মানানসই গয়না। হালকা মেকআপে যে কোনো তারকার থেকে কম লাগছিলেন না তাকে, নেটিজেনরা এমনটিই বলছেন। হবু স্বামী নুপূর শিখারের সঙ্গে হাতে হাত ধরে পোজ দেন আমির কন্যা। উপস্থিত অন্য অতিথিদের সঙ্গেও পোজ দেন তারা।

তবে অনুষ্ঠানে সবচেয়ে চমকপ্রদ উপস্থিতি ছিল আমিরের ভাগ্নে অভিনেতা ইমরান খানের। চলচ্চিত্র এবং মিডিয়া থেকে অদৃশ্য হয়ে যাওয়া ইমরানকে বোনের বাগদানে দেখা গেছে। একটি নীল ব্লেজার পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেতা। বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ, চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর এবং তাঁর স্ত্রী, আমিরের চাচাতো ভাই মনসুর খানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বগাদানের ছবি পোস্ট হতেই ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাদের। ইরাকে নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন বলিউডের তারকারা।

জিম প্রশিক্ষক নূপুরের সঙ্গে ২০২০ সাল থেকে সম্পর্কে রয়েছেন ইরা। নিজেদের সম্পর্ক নিয়ে কোনো দিনই লুকোছাপা করেননি আমিরকন্যা। প্রায় দিনই একসঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। তবে কিছুদিন আগেই ইরা খানকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক নুপূর। রোমান্টিক মুডে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন। টানা দুই বছর সম্পর্কে থাকার পর জিম প্রশিক্ষক নপুর শিখারেকে বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ জানিয়েছেন ইরা। আর সেই সুন্দরতম মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ